চলতি বছরে ১২ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করেছে ভারতীয় স্টার্টআপগুলি (Indian startups)। বিশেষ করে অতিমারির প্রভাবে (Lockdown effect) যে সব স্টার্ট আপের ব্যবসা ফুলেফেঁপে উঠেছিল, জনজীবন ফের স্বাভাবিক হতেই তাদের ব্যবসা অনেকটাই থিতিয়ে এসেছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানাচ্ছে ক্রাঞ্চবেস (Crunchbase report) নামের একটি সংস্থা। যারা রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সংস্থার ডেটা নিয়ে কাজ করে।
আরও পড়ুন: বলিউডে একই ছবিতে দুই খান! ঐতিহাসিক অ্যাকশন ফিল্মের জল্পনা তুঙ্গে
ওলা, বাইজু'স, ব্লিঙ্কিট, ভেদান্তু, মোবাইল প্রিমিয়ার লিগ, ফারলাঙ্কো এবং আরও অনেক সংস্থা চলতি বছরে বহু কর্মীকে ছাঁটাই (StartUps layoff employees) করেছে। হরেদরে সংখ্যাটি ১২ হাজারেরও বেশি। প্রসঙ্গত, সম্প্রতি 'বাইজু'স সংস্থার বহু কর্মী ছাঁটাই করার খবরে হইচই পড়ে গিয়েছিল।
তবে, এখানেই শেষ নয়। ক্রাঞ্চবেসের রিপোর্ট (Crunchbase report) দিচ্ছে আরও ভয়ঙ্কর তথ্য। চলতি বছরে স্টার্ট-আপ ইকোসিস্টেমে সব মিলিয়ে ৬০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের নিদর্শনের সাক্ষী থাকতে পারে ভারত।