হাতে নগদ টাকা নেই? কুছ পরোয়া নেহি! অনলাইনে ইউপিআই পেমেন্টের মাধ্যমে এক লহমায় টাকা পৌঁছে যায় নির্দিষ্ট অ্যাকাউন্টে। মোবাইল থেকে মোবাইলেই ট্রান্সফার হয়ে যায় অর্থ। গোটা দেশজুড়েই এখন কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে উপভোগ করছেন এই সুবিধা। এবার এই সুবিধা পাওয়া যাবে দেশের বাইরেও। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া'র তরফ থেকে জানানো হল, এই সুবিধা ১০টি দেশে বসবাসকারী ভারতীয়রাও পাবেন। এই দেশগুলি হল- অস্ট্রেলিয়া, হংকং, কানাডা, সিঙ্গাপুর, সৌদি আরব, আমেরিকা, গ্রেট ব্রিটেন, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি।
যদিও, যে ব্যাঙ্কগুলির মাধ্যমে এই অর্থের আদানপ্রদান হবে, তাদের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মানতে হবে। এছাড়া, ইউপিআই-এর মাধ্যমে এই আদানপ্রদান ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট মেনে হচ্ছে কি না, লক্ষ রাখা হবে সেই ব্যাপারেও।
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে এই প্রথা কার্যকর হয়ে যাবে।