মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে একটি নয়া পদক্ষেপ নিল ইন্ডিগো। এবার থেকে ইন্ডিগো বিমানে সফররত কোনও মহিলা, অন্য কোনও মহিলা যাত্রীর পাশে নিজের আসন গ্রহণ করতে পারেন। ওয়েব চেক ইনের সময়েই এই সুবিধা গ্রহণ করতে হবে মহিলা যাত্রীদের।
ইন্ডিগোর তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে,এই সুবিধা শুধুমাত্র মহিলাদের PNR এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সোলো এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। যদিও পুরো বিষয়টি এখন পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। মহিলা সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি সংস্থার।
সংস্থার তরফে জানানো হয়েছে, সম্প্রতি তাদের তরফে একটি মার্কেট রিসার্চ করা হয়। মূলত মহিলা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে তথ্য জানতে চাওয়া হয়। সেই সময়ই মহিলা যাত্রীদের আসন সংক্রান্ত সমস্যার বিষয়টি উঠে আসে। আর তারপরেই মহিলা যাত্রীদের আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়।