চলতি বছরে ভারতে বিমার প্রিমিয়াম অন্তত ১০ শতাংশ বাড়ার সম্ভাবনা। গাড়ি বিমার প্রিমিয়াম বাড়তে পারে ৪০ থেকে ৬০ %।
বিমা বৃদ্ধির কারণ কিছুটা ইউক্রেনের সংকট, খানিকটা আবার সারা বিশ্বজুড়ে আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতি। স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে বিমার প্রিমিয়ামের পরিমাণ বাড়বে অন্তত ১৬ %।
আচমকা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে আর্থিক ক্ষতির ধাক্কা কমাতেই ভারতে মানুষ বিমা করিয়ে রাখেন। চলতি অর্থ বর্ষে মোটর বিমাতেই ভারতবাসী বিনিয়োগ করেছেন প্রায় ৮১,২৯২ কোটি টাকা।
Turmeric Water: সকাল বেলা এক কাপ হলুদ জল! ম্যাজিকের মতো কাজ করবে, জানেন?