গত সপ্তাহ দুয়েক খবরের কাগজ, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ার প্রচারের আলোয়, চর্চায় অযোধ্যা। ২২ জানুয়ারি রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মহাসমারোহে। সরাসরি না হলেও পরোক্ষ ভাবে অযোধ্যা পর্বের রেশ থাকল দেশের অন্তর্বর্তী বাজেট প্রস্তাব পেশকালেও। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, ধর্মীয় পর্যটনে আরও বেশি জোর দিতে চলেছে কেন্দ্র।
মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখে দেশের সমস্ত রাজ্যকে বৈগ্রহিক পর্যটন ক্ষেত্র তৈরি করার বিষয়ে উৎসাহিত করা হবে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল দেশজুড়েই। অন্তর্বর্তী বাজেটেও পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হল স্থানটিকে। বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, নতুন ভারতের পর্যটন গন্তব্য হবে লাক্ষাদ্বীপ। পরিকাঠামো উন্নয়নে লাক্ষাদ্বীপকে আরও সাহায্য করবে কেন্দ্র। রাজ্যে রাজ্যে পর্যটন স্থান গুলির উন্নয়ন চাই। দরকারে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে।