টম অ্য়ান্ড জেরির কথা মনে পড়ে? যার জন্য অল্পবয়সীদের মনে গেঁথে গিয়েছিল কার্টুন নেটওয়ার্ক। কিন্তু এবার কি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ওই জনপ্রিয় টেলিভিশন চ্যানেল? এমনই জল্পনা ছড়িয়েছিল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু আসল সত্যিটা কী?
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার পর জানা গিয়েছে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না। যে খবর ছড়িয়েছে তা সর্বৈব মিথ্যা। এমনটাই দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।
তাহলে, কেন এই খবর ছড়িয়ে পড়ল? এক্স হ্যান্ডেলে একটি অ্য়াকাউন্ট রয়েছে। যার নাম অ্য়ানিমেশন ওয়ার্কারস ইগনাইটেড। সেখান থেকে একটি মনতাজ পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছিল, "কার্টুন নেটওয়ার্ক ইজ ডেড।"
কেন এই পোস্ট করা হল?
এই বিষয়ে ওই অ্যাকাউন্টের তরফে জানানো হয়েছে, বর্তমানে কার্টুন শিল্প ধুঁকছে। একাধিক সংস্থা থেকে ছাঁটাই চলছে। যার ফলে কার্টুন শিল্পীরা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে পুরো কার্টুন ইন্ডাস্ট্রির কথা তুলে ধরা হয়েছে।
এক্স হ্যান্ডেলের পেজ থেকে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেটিতে প্রায় ৫ মিলিয়ন ভিউ হয়েছে। সেখানে জানানো হয়েছে, কোভিডের সময় থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেসময় বাড়ি থেকে অ্য়ানিমেশন করা সম্ভব হতো। সেখানেই লেখা হয়েছে রেস্ট ইন পিস কার্টুন নেটওয়ার্ক স্টুডিয়ো। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশকে বিদায় জানানো অত্যন্ত বেদনাদায়ক।"