আগামী ৩১ শে জুলাই পর্যন্ত ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর রিটার্ন। এই বছর প্রথমবার যারা আয়কর রিটার্ন ফাইল করবেন তারা জেনে নিন কী কী নথি রাখতে হবে হাতের কাছে।
প্যান কার্ড
আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।
ফর্ম ১৬
চাকুরীজীবী হলে ফর্ম ১৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যেটি আপনার অফিস থেকেই আপনাকে দেওয়া হবে। রিটার্ন দাখিলের সময় ওই ফর্মটি কাজে লাগবে।
ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের শংসাপত্র
ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে এফডি ও রেকারিং ডিপোজিটের সুদের ওপরেও আপনাকে কর দিতে হবে। সেক্ষেত্রে যে আয়ের থেকে ওই সুদ পাওয়া গিয়েছে তার তথ্য দিতে হবে। ফলে চলতি বছরের শংসাপত্র রাখতে হবে হাতের কাছে।
আরও পড়ুন - শুক্রবার রেকর্ড তৈরি করল বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স, পেরিয়ে গেল ৬৬,০০০-এর অঙ্ক
AIS সার্টিফিকেট অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট
এই আর্থিক বছরে আপনি যা যাবতীয় লেনদেন করেছেন তার সব তথ্য এই শংসাপত্রে থাকে। যেটি আয়কর রিটার্ন করার সময় কাজে লাগবে।