সদ্য শেষ হয়েছে ২০২৪ সালের আইপিএল। ১০ বছর বাদে নিজেদের ঘরে কাপ ফিরিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যান বলছে, চলতি বছরে আইপিএল দেখায় রীতিমতো জোয়ার এসেছে! গত বছরের থেকে চলতি বছরে জিও সিনেমার ভিউয়ারশিপ বেড়েছে ৫৩ শতাংশ! জিও সিনেমায় ২০২৪ সালের আইপিএল দেখেছেন ৬২ কোটির বেশি দর্শক! মোট ওয়াচ টাইম ৩৫,০০০ কোটি মিনিট!
তবে শুধু আইপিএল নয়, প্ল্যাটফর্মে একাধিক সিনেমা, ওয়েব-সিরিজ এবং টিভি শো দেখা যায়। সবমিলিয়ে জনজোয়ার দেখা গেল জিও সিনেমাতে।
এই বছরের আইপিএলে ১১.৩ কোটির বিপুল দর্শকসংখ্যা নিয়ে শুরু করেছিল জিওসিনেমা, যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি।প্রথম ম্যাচের ওয়াচ টাইম ছিল ৬৬০ কোটি মিনিট। শুধু তাই নয়, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই কয়েক কোটি ভিউয়ারশিপ হয়েছে বলে দাবি করা হচ্ছে।