আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে কেকেআর । শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে জয়ের হ্যাটট্রিক করেছে কলকাতা । তবে, সম্প্রতি, কেকেআর অধিনায়কের সম্পর্কে জানা গেল এক নতুন তথ্য । এবার ক্রিকেটার থেকে সোজা ইনভেস্টারের ভূমিকায় শ্রেয়স আইয়ার । জানা গিয়েছে, হোমগ্রাউন হেলথটেক স্টার্টআপ কুরেলো-তে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন শ্রেয়স আইয়ার । তাদের আরও শক্তিশালী করে তোলার জন্য শ্রেয়সকে ধন্যবাদ জানিয়েছে কুরেলো কর্তৃপক্ষ ।
স্টার্টআপটি আইয়ার ছাড়াও আইআইএমএ ভেঞ্চারস, তরুণ কাটিয়াল (জি ফাইভ-এর প্রতিষ্ঠাতা)-এর মতো বিখ্যাত শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে । জানা গিয়েছে, মোট ১০ কোটি টাকা সংগ্রহ করেছে কুরেলো ।
কুরেলোর প্রতিষ্ঠাতা ড. অর্পিতা জয়সওয়াল বলেন,'আমরা কুরেলোতে একজন বিনিয়োগকারী হিসেবে শ্রেয়স আইয়ারকে স্বাগত জানাতে পেরে আনন্দিত । এই সহযোগিতা আমাদের একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবে চিহ্নিত করে এবং আমাদের ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তোলে ।'
২০২২ সালে প্রতিষ্ঠিত, কুরেলো ডায়াগনস্টিক ল্যাবগুলির মাধ্যমে রোগীদের সঙ্গে যুক্ত হয় । বাড়িতে রক্তের নমুনা সংগ্রহ এবং সময়মত রিপোর্ট প্রদান করাই এই সংস্থার কাজ । আইয়ার এই বিষয়ে বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্য এবং ফিটনেস প্রত্যেকের দৈনন্দিন রুটিনের একটি মূল অংশ । আর সেখানে মানুষকে যথাযথ পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ কুরেলা ।