ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে জীবন বিমা করেন অনেকেই। উজ্জ্বল ভবিষ্যতের প্রধান চাবিকাঠিই হল সঞ্চয়। এবং LIC -তে বিমা করানো সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ, কারণ এটি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে সঞ্চয়ের পর মধ্যবিত্তর ভরসা তাই LIC -ই। যারা আমৃত্যু LIC এর সুবিধা পেতে চান, পেনশন পেতে চান তাদের জন্য দুর্দান্ত পলিসি সরল পেনশন যোজনা।
সরল পেনশন যোজনা নামের এই পলিসিতে ৪০ বছর বয়স থেকে আপনি পেতে পারেন আর্থিক সুবিধা৷ স্কিমের মাধ্যমে দুটি পদ্ধতিতে পেনশন নিতে পারেন। মাসিক ১ হাজার বা বার্ষিক ১২ হাজার টাকা পেতে আপনাকে এককালীন ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।
কোনও গ্রাহক যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি পাবেন বার্ষিক ৫০ হাজার ২৫০ টাকা পেনশন। এভাবেই কেউ যদি ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি পাবেন বার্ষিক ১ লক্ষ টাকা পেনশন।