করোনা পরিস্থিতিতে অনেকেই বুঝে গিয়েছে বিমার প্রয়োজন ঠিক কতটা। বিপদের সময় টাকার কতটা দরকার হয়, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে অনেকের কাছে। ভবিষ্য়তের জন্য বিমায় টাকা রাখায় অনেকেরই দ্বিধা রয়েছে। তাই এলআইসি বা জীবন বিমা নিগমের এমন কিছু পলিসি রয়েছে, যা সেই সব মানুষের কথা মাথায় রেখেই আনা হয়েছে।
এলআইসি-র ‘জীবন সরল প্ল্যান’ হল এমন একটি স্কিম, যাতে বিনিয়োগ করা যায় সুবিধাজনকভাবে, আবার অবসর জীবনও নিশ্চিত করা যায়। কী ভাবে প্রিমিয়াম দেবেন, সেটা আপনি নিজেই বেছে নিতে পারবেন। ৪০ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
এলআইসি-র ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘জীবন সরল প্ল্যান’-এর ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একই শর্ত ধার্য করা হয়েছে। কত টাকা বিনিয়োগ করতে চান, তা বেছে নিতে হবে বিনিয়োগকারীকে।
আরও পড়ুন- GDP growth: দেশের অর্থনীতিতে মন্দা? আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমাল এসবিআই
অফলাইনে এই প্ল্যানের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি, এলআইসি-র ওয়েবসাইট www.licindia.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে। এই প্ল্যানে বিনিয়োগ করলে বিনিয়োগকারী অবসরের পর প্রতি মাসে ১২ হাজার টাকা করে পাবেন। তবে প্রিমিয়াম দিতে হবে একবারই। বিনিয়োগকারীর বয়স ৬০ পার হওয়ার পর তাঁরা মাসে মাসে ওই টাকা পাবেন।