মে মাসে ব্যাঙ্কে জরুরি কাজ রয়েছে? তাহলে এখনই চোখ বুলিয়ে নিন ব্যাঙ্কের ছুটির (Bank holidays in May) দিনগুলোয়। ব্যাঙ্ক সংক্রান্ত কাজ এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে। অনলাইনে বা ডিজিটালিই করে ফেলা যায়। তবু, কেওয়াইসি বা চেক ক্লিয়ারেন্সের মতো কিছু বিষয় এখনও রয়ে গিয়েছে যার জন্য গ্রাহকদের ব্যাঙ্কের সংশ্লিষ্ট ব্রাঞ্চে যাওয়া প্রয়োজন। তার আগে দেখে নিন মে মাসে কোন কোন দিন বন্ধ (Bank holidays in May) থাকবে ব্যাঙ্ক।
২০২২ সালের মে মাসে মোট ১১ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। এই ছুটিগুলোর (Bank holidays in May) মধ্যে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সবক'টি রবিবারের ছুটিও যুক্ত থাকবে।
আরও পড়ুন: ইডি বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায় জুলাই পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের
২ মে ইদ। সেই উপলক্ষে কোচি এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩ মে ইদ, পরশুরাম জয়ন্তী, অক্ষয় তৃতীয়া ও বাসব জয়ন্তী উপলক্ষে কোচি আর ত্রিবান্দ্রম ছাড়া দেশের সব প্রান্তের সব ব্যাঙ্কে ছুটি থাকবে।
৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্কগুলির পশ্চিমবঙ্গের শাখা (West Bengal branch holiday) বন্ধ থাকবে। অন্যদিকে, ১৬ মে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আগরতলা বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা ও শ্রীনগরের ব্যাঙ্ক বন্ধ (Bank holidays in May) থাকবে।