ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) আইপিও'র জন্য ৪ মে থেকে ৯ মে'র মধ্যে প্রায় তিনগুণ বেশি সাবস্ক্রিপশন করা হয়েছে। সার্বিকভাবে এলআইসির (LIC IPO) ১৬.২ কোটি শেয়ার বাজারে ছাড়া হয়েছিল। সেখানে ৪৭.৮৩ কোটি ইক্যুইটি শেয়ারের জন্য আবেদন জমা পড়েছে। সবথেকে বেশি উন্মাদনা দেখা গিয়েছে পলিসিহোল্ডারদের (LIC Policyholders) মধ্যে।
আরও পড়ুন: বিধানসভায় বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ অনুষ্ঠান সম্পন্ন
বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) ওয়েবসাইট
কেফিন টেকনোলজিসের ওয়েবসাইটের মাধ্যমে
সোমবার আইপিও (LIC IPO) প্রক্রিয়া শেষ হয়েছে। সেই প্রক্রিয়া শেষের পর কেন্দ্রের ইনভেসমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট দফতরের সচিব তুহিনকান্ত পান্ডে জানান, এলআইসি আইপিওয়ের শেষদিনে ২.৯৫ গুণ সাবস্ক্রিপশন হয়েছে। এলআইসি (LIC) আইপিও-র সাবস্ক্রিপশন স্ট্যাটাস বলছে, পলিসিহোল্ডার বিভাগে ৬.১২ গুণ সাবস্ক্রাইব এবং কোম্পানির কর্মচারী বা এমপ্লয়ি বিভাগে ৪.৪ গুণ সাবস্ক্রাইব করা হয়েছে এলআইসি আইপিও।