মাঘ মাস, বিয়ের মরসুম। এদিকে আকাশছোঁয়া দাম সোনার (Gold Price)। তাই এই সময়ে একটু দাম কমলেই ঘরে তুলতে হবে হলুদ ধাতু। নজর থাকুক আজকের দরে। দাম বাড়ল না কমল? গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, শুক্রবার অর্থাৎ ২৭ জানুয়ারি ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫২,৫০০ টাকা। অর্থাৎ গতকালের থেকে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে (Gold Price Dropped) ৬০০ টাকা।
Suvendu Adhikari: রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে 'জয় বাংলা' কেন, অনুযোগ শুভেন্দু অধিকারীর
এদিকে শুক্রবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৭,২৭০ টাকা। গতকাল এই পরিমান সোনার দাম ছিল ৫৭,৯৩০ টাকা। সুতরাং গতকালের তুলনায় এক্ষেত্রে দাম কমেছে ৬৬০ টাকা। তাই বলাই যায়, এই মরসুমে শুক্রবার একলাফে অনেকটাই কমেছে সোনার দাম। রুপোর দাম (Silver price) রয়েছে অপরিবর্তিত এদিন ১ কেজি রুপোর দাম যাচ্ছে, ৭২,৬০০ টাকা।