লাগামছাড়া হারে বাড়ছে জ্বালানির দাম (Fuel Price Hike) । সোমবাররও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের (Petrol-Diesel price hike) । অন্যদিকে, রান্নার গ্যাসের দামও একলাফে ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে । এইভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে, তার প্রভাব যে বাজার দরের উপর পড়বে তা আগেই আশঙ্কা করা হয়েছিল । আশঙ্কাই সত্যি হল । তেল, চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Market Price Increased) অনেকটাই বেড়েছে । দাম বেড়েছে শাক-সবজি, মাছ, মাংসেরও ।
খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা । সরষের তেল লিটার প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা । অন্যদিকে, সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে । এইসব তেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা ।
কাটা মুরগির মাংসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা । মাছ কিনতে গেলেও দুবার ভাবতে হচ্ছে বাঙালি মধ্যবিত্তদের ।
আরও পড়ুন, Covaxin: 'ভারত বায়োটেক'-এর কোভ্যাক্সিনের ওপর স্থগিতাদেশ জারি করল WHO
কলকাতায় পেট্রলের দাম অনেকদিন আগেই ১০০ পার করেছে । ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই । জ্বালানির দাম এভাবে বাড়তে থাকলে কয়েকদিনের মধ্যে ডিজেলের দামও ১০০ পার করবে । এদিকে, জ্বালানির জ্বালায় নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তদের । বাজার দর যেভাবে বাড়ছে তাতে মাসের শেষে সংসার খরচে টান পড়ছে । দাম কি আদৌ কমবে ? পরিস্থিতি কি স্বাভাবিক হবে ? প্রশ্ন উঠছে ।