প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার পরেই লাক্ষাদ্বীপ নিয়ে প্রবল উৎসাহী হয়ে পড়েছিল পর্যটকরা। মেক মাই ট্রিপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের পরেই লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ বেড়েছে ৩,৪০০ শতাংশ। পর্যটকদের আগ্রহ দেখে মেক মাই ট্রিপ শুরু করতে চলেছেন 'বিচেস অফ ইন্ডিয়া' ক্যাম্পেন৷ এক্স হ্যান্ডেলে সংস্থাটি জানিয়েছে, ওই ক্যাম্পেনে বিভিন্ন অফার এবং ডিসকাউন্টের মাধ্যমে ভারতীয় পর্যটকদের দেশের বিভিন্ন সমুদ্র সৈকতে যেতে উৎসাহিত করা হবে।
Ranveer Singh: লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট! তড়িঘড়ি ডিলিট করলেন রণভির সিং
লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহের নেপথ্যে মোদীর সফর ছাড়াও রয়েছে মালদ্বীপ বিতর্ক। মালদ্বীপের তিনজন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় সোস্যাল মিডিয়ায় শুরু হয়েছে 'বয়কট মালদ্বীপ' প্রচার। নেটিজেনদের অনেকের বক্তব্য, মালদ্বীপের চেয়ে কোনও অংশে কম সুন্দর নয় লাক্ষাদ্বীপ।
মোদীকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে মালদ্বীপের রাষ্ট্রদূতকে সোমবার ডেকে পাঠায় ভারত সরকার। তিন মন্ত্রীর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নয়া দিল্লি। এর আগে মালদ্বীপের ভারতীয় দূতাবাসও ওই দেশের বিদেশ মন্ত্রকের কাছে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিপুল ক্ষোভের মুখে রবিবারই ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার৷