শেয়ার ২৫ শতাংশ পড়ে যাওয়ায় ভারতীয় জীবনবিমা নিগম বা এলআইসির বিনিয়োগকারীরা কিছুটা নিরুৎসাহী হয়ে পড়লেও এই জীবনবিমা সংস্থাটি তার বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। এলআইসি এবার নতুন একটি ঘোষণা করল। মেয়াদ শেষ হওয়া পলিসি নবীকরণের ক্ষেত্রে মিলবে সুবিধা। গত শুক্রবার LIC তার গ্রাহকদের জন্য বিভিন্ন পলিসি রিনিউয়াল করার জন্য বিশেষ ঘোষণা করেছে।
ক্যাম্পেইনটি আগামী ১৭ অগস্ট থেকে শুরু হয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত চলবে। সমস্ত নন-ইউলিপ পলিসিতে লেট ফি-তে ছাড় মিলবে বলে জানিয়েছে LIC।
যে পলিসিধারকরা অনিবার্য পরিস্থিতির কারণে প্রিমিয়াম দিতে পারেননি এবং পলিসি বাতিল হয়ে গিয়েছে, তাঁদের আলাদা করে সুবিধা দেবে LIC
ক্যাম্পেনের অধীনে ইউলিপ বাদ দিয়ে, পলিসির শর্ত সাপেক্ষে প্রথম প্রিমিয়ামের তারিখ থেকে ৫ বছরের মধ্যে সমস্ত পলিসি রিনিউয়াল করা যাবে।
১ লক্ষ টাকা পর্যন্ত মোট প্রাপ্য প্রিমিয়ামে ২৫% লেট ফি-র ছাড় থাকবে। সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আরও ১,০০,০০১ টাকা থেকে ৩ লক্ষ টাকার মধ্যে প্রাপ্য প্রিমিয়ামের ক্ষেত্রেও ২৫% লেট ফি ছাড় পাবেন। সর্বোচ্চ ৩,০০০ টাকার।