যারা এলআইসি (LIC) হাউজিং ফিন্যান্স থেকে গৃহঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য খারাপ খবর।
গৃহঋণের উপর সুদের হার বাড়িয়েছে এলআইসি হাউজিং ফাইনান্স (LIC Housing Finance)। সুদের হার এক ধাক্কায় 0.৬ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ৭.৫ শতাংশ। অর্থাৎ নূন্যতম সুদের হার শুরু হচ্ছে ৭.৫ শতাংশ থেকে। জুন মাস থেকেই এই সুদ কার্যকর হচ্ছে।
Uttar Pradesh Viral Video: ভরা ক্লাসেই শিক্ষিকাকে জুতোপেটা প্রধান শিক্ষকের, উত্তরপ্রদেশে নিন্দার ঝড়
মে মাসেও এলআইসি হাউজিং ফাইনান্স সুদের হার বাড়িয়েছিল। সেবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৪0 বেসিস পয়েন্ট বৃদ্ধি করার পরে এলআইসি হাউজিং ফাইনান্স গৃহঋণে সুদের হারে বৃদ্ধি করে। যে ব্যক্তিদের ক্রেডিট স্কোর ভালো বা ৭00-র উপরে, তাদের জন্য সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। ফলে মে মাসেই সুদের হার বেড়ে ৬.৯ শতাংশ হয়ে গিয়েছিল। জুনে তা আরও বেড়ে হল ৭.৫ শতাংশ। যাঁদের ক্রেডিট স্কোর ভালো নয়, তাঁদের ক্ষেত্রে এই সুদের হার আরও বেশি। ফলে সব মিলিয়ে গ্রাহকদের ইএমআই বেশি গুণতে হবে।