সব জল্পনা প্রতীক্ষার অবসান। মে মাস থেকেই জীবন বিমা নিগম (LIC)-এর ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) শুরু হবে। সরকারি সূত্রে খবর, ৪ থেকে ৯ মে আইপিও কেনাবেচা চলবে। কিছু বিনিয়োগকারী এই সুবিধা ২ মে থেকেই লাভ করতে পারবেন।
প্রাথমিকভাবে বাজারে এলআইসির পাঁচ শতাংশ শেয়ার ছেড়ে ৭৫,০০০ কোটি টাকার বেশি তুলতে চেয়েছিল কেন্দ্র। তবে এখন বিমা সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। সেই পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে ২১,০০০ কোটি টাকা থেকে ৩০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে ধার্য করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে বিশ্বের শেয়ার বাজারে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তাই গত অর্থবর্ষে বাজারে আসার কথা থাকলেও এলআইসি-র শেয়ার ইস্যু করা সম্ভব হয়নি।