বিমা করার সময় অধিকাংশ ভারতীয়র প্রথম পছন্দ হল LIC। সম্প্রতি সংস্থাটি নতুন একটি পলিসি লঞ্চ করেছে। এই পলিসির নাম এলআইসি জীবন শিরোমনি পলিসি (LIC Jeevan Shiromani Policy)।
মূলত, উচ্চ আয়ের শ্রেণির কথা মাথায় রেখেই এই পলিসি এনেছে এলআইসি। এটি একটি নন-লিঙ্কড মানি ব্যাক প্ল্যান। গুরুতর রোগ তথা জরুরি পরিস্থিতিতে পলিসি গ্রাহকদের বিশেষ কভার দেয় এই পলিসি। পলিসি গ্রাহকরা এই পলিসির মাধ্যমে প্রয়োজনে ঋণের সুবিধাও পাবেন।
এই পলিসির বিশেষত্ব হল, এটি গ্রাহককে মেয়াদ শেষে ন্যূনতম ১ কোটি টাকা রিটার্নের নিশ্চয়তা দেয়। কিন্তু এজন্য গ্রাহককে মাত্র ৪ বছর এই পলিসিতে বিনিয়োগ করতে হবে। তারপরে গ্রাহক মেয়াদ শেষে রিটার্ন পাবেন। মেয়াদপূর্তির ৪টি সময়কাল আছে। সেগুলি হল ১৪, ১৬, ১৮ এবং ২০ বছর। তবে এজন্য গ্রাহককে প্রতি মাসে ৯৪,০০০ টাকা জমা করতে হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে দাম কমতেই দেশে ভোজ্য তেলের দামে লাগাম টানতে উদ্যোগী কেন্দ্র
এই পলিসিতে ১৪ বছরের মেয়াদে ৩০ শতাংশ নিশ্চিত বিমারাশির ১০ ও ১২ বছরে পাবেন বিনিয়োগকীরা। ১৬ বছরের পলিসিতে ১২ ও ১৪ তম বছরে নিশ্চিত বিমারাশি ৩০ থেকে ৩৫ শতাংশ টাকা মিলবে। ১৮ বছরের পলিসির ক্ষেত্রে ৪০ থেকে ৪৫ শতাংশ নিশ্চিত বিমারাশি 14 ও 16 বছরে পাওয়া যাবে। ২০ বছরের পলিসিতে ১৬ ও ১৮ তম বছরে নিশ্চিত বিমারাশির ৪৫ শতাংশ পাবেন গ্রাহকরা।