ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যাতে দ্রুত বিমার টাকা পেয়ে যান সেই ব্যবস্থা করবে এলআইসি (LIC).শনিবার এমনটাই জানানো হয়েছে এই জীবনবিমার সংস্থার তরফে।
এদিন ট্রেন দুর্ঘটনায় মৃত এবং তাঁদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এলআইসি-র চেয়ারপার্সন সিদ্ধার্থ মোহান্তি। একইসঙ্গে, তিনি এলআইসির বিভিন্ন পলিসি এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার দাবিদারদের জন্য়ও বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন - বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় শোকাহত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে রেজিস্টার্ড ডেথ সার্টিফিকেট নয়, রেল, পুলিশ, রাজ্য বা কেন্দ্রের প্রকাশ করা হতাহতের তালিকাকেই মৃত্যুর প্রমাণ হিসাবে ধরা হবে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের দাবিদাওয়ার বিষয় সব রকম সাহায্য করার জন্য হেল্প ডেস্কও খোলা হয়েছে।