শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয়। কিন্তু LIC লগ্নিকারীদের উপর কোনও আঁচ পড়বে না। বৃহস্পতিবার এমনই আশ্বাস দিয়েছে LIC। বিপুল লগ্নির জন্য, এলআইসির ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। লিখিত বিবৃতিতে তা নস্যাৎ করেছে LIC কর্তৃপক্ষ।
LIC-এর পক্ষ থেকে দাবি, ২০২২-এর ৩০ সেপ্টেম্বর তাঁদের মোট সম্পত্তির মূল্য ৪১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। ২০২২ সালে ৩১ ডিসেম্বরে আদানি গোষ্ঠীর সবকটি সংস্থার শেয়ারের মূল্য ৩৫ হাজার কোটি টাকার কিছু বেশি। মোট সম্পদের ১ শতাংশ মাত্র। LIC-এর দাবি, আদানি গোষ্ঠীর যদি ভরাডুবি হয়, তা হলেও তদের ক্ষতির সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গৌতম আদানির শিল্পগোষ্ঠীর প্রতারণা নিয়ে হিন্ডেনবার্গ রিসার্টের রিপোর্ট সামনে আসার পর থেকে তাঁদের সাতটি সংস্থার শেয়ার দরে পতন চলছে।