রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির শেয়ার ক্রেতাদের আশানুরূপ রিটার্ন দিতে পারেনি, কিন্তু সংস্থাটির জন্য সুখবর নিয়ে এল ফরচুন গ্লোবাল ৫০০ তালিকা। সম্প্রতি এই তালিকায় জীবন বিমা নিগমকে (LICI) ভারতীয় সংস্থাগুলির মধ্যে সবচেয়ে উপরে রাখা হয়েছে।
৯৭.২৬ বিলিয়ন ইউএস ডলার রাজস্ব এবং ৫৫৩.৮ মিলিয়ন ইউএস ডলারের মুনাফা অর্জনকারী এলআইসি দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা। সদ্য প্রকাশিত ফরচুন ৫০০ তালিকায় সংস্থাটি ৯৮ তম স্থানে রয়েছে এবং তালিকায় জায়গা পাওয়া অন্য ভারতীয় সংস্থাগুলির মধ্যে সবচেয়ে উপরে রয়েছে। এলআইসির পর রয়েছে অন্যান্য আটটি দেশীয় সংস্থা ৷
তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে ১০৪ নম্বরে। গত বছরের থেকে সংস্থাটি তালিকায় ৫১ ধাপ উপরে উঠেছে। ওয়ালমার্ট টানা নবম বছরের জন্য ১ নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামাজন।