এক বছরের মধ্যে শেয়ার বাজারে ৪০ শতাংশেরও বেশি মূলধন হারিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। বিষয়টি নিয়ে কেন্দ্র এবং বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। পাশাপাশি উঠে এসেছে আদানি গোষ্ঠীর নামও।
একবছর আগে বাজারে আসার পরেই শেয়ারের দাম অনেকটা পড়েছিল এলআইসির। চলতি বছরের গোড়ায় হিন্ডেনবার্গ রিপোর্টে আদানির সংস্থার বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ ওঠার পরে এলআইসির শেয়ারে আরও পতন ঘটেছিল। প্রকাশ্যে বিবৃতি দিয়ে এলআইসি জানিয়েছিল আদানিদের কাছে বিক্রি করা শেয়ারের পরিমাণ, সংস্থার মোট সম্পদের ১ শতাংশও নয়। ফলে ‘বিপুল ক্ষতির’ কোনও সম্ভবনা নেই।
কিন্তু এত কিছু সত্ত্বেও শেয়ার বাজারে ঘুরে দাঁড়াতে পারেনি এলআইসি। বছর ঘোরার আগেই শেয়ার বাজারে এলআইসির মূলধন কমেছে ৪০ শতাংশ।