স্বর্ণব্যবসায়ীদের জন্য সুখবর! এই বছরের অক্ষয় তৃতীয়ায় হালকা ওজনের সোনার বিক্রি বেড়ে গিয়েছে বহুগুণ। প্রচুর এই ধরনের সোনা বিক্রি হয়েছে। গত বছরের থেকে এই বছর ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ১৮ শতাংশ বেড়েছে।
যদিও, গত বছরেও অক্ষয় তৃতীয়াতে সোনার চাহিদা বেশ বেশি ছিল। অতিমারির পর এই দিনটিতে সোনা কেনার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন গ্রাহকরা। এই বছর অঙ্কটা তাকেও ছাড়িয়ে গেল।
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান সাইয়াম মিশ্র বলেন, "এই বছর হালকা ওজনের সোনার চাহিদা অক্ষয় তৃতীয়াতে এতটাই বেড়ে গিয়েছে, যা দেখে আমরা অভিভূত। সোনার মূল্যবৃদ্ধিও এই চাহিদাকে কমাতে পারেনি"।
উল্লেখ্য, গত ২ মাস ধরেই সোনার মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দাম কমার অপেক্ষায় রয়েছেন অসংখ্য গ্রাহকরা।