নেশায় এবার আগুন লাগতে পারে ! ধাক্কা খেতে পারেন সুরাপ্রেমীরা। কারণ, পুজোর আগেই বাড়তে পারে মদের দাম। ইতিমধ্যে সেই প্রস্তাব রাজ্যের আবগারি দফতরের কাছে এসেছে বলে সূত্রের দাবি। ভারতে তৈরি মদ ও বিয়ার তৈরির কোম্পানিগুলি এই প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, শুল্কও বাড়তে পারে আবগারি দফতর। এই দুটি যদি কার্যকর হয়, তা-হলে অগাস্ট মাসের মাঝামাঝি থেকে রাজ্যে বাড়তে পারে মদের দাম।
প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। তালিকায় থাকে মদও। এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের কাছে যায় মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। এমনই খবর রাজ্য আবগারি দফতরের। তবে সেই আবেদনে এখনও সাড়া মেলেনি। এদিকে মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দফতর। দুটি বিষয় কার্যকর হলেন দাম বাড়বে মদের।
উল্লেখ্য, গত অর্থবর্ষে মদ বিকিকিনি থেকে রেকর্ড আয় করেছিল রাজ্য। সূত্রের দাবি, মদ ও বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। এবার শুল্ক বাড়িয়ে এই আয় আরও কিছুটা বাড়াতে চাইছে নবান্ন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।