উৎসবের মরশুমে কিছুটা স্বস্তিতে শহরবাসী। বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG cylinder price) দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা ৫০ পয়সা কমেছে ৷ ইন্ডিয়ান অয়েল (Indian Oil) সূত্রে খবর, তেল বিপণন সংস্থাগুলি খুব দ্রুততার সঙ্গেই এই দাম হ্রাস করেছে। ফলে দুর্গাপুজোয় ঘুরতে বেড়িয়ে বাইরে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে পকেটে চাপ কিছুটা কমবে বলেই আশাবাদী মধ্যবিত্ত বাঙালি।
কলকাতায়, এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার বিকোচ্ছিল ১,৯৯৫.৫০ টাকায়। এই মূল্য হ্রাসের ফলে যার দাম দাঁড়ালো ১৯৫৯ টাকা। তবে ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের (ভর্তুকিহীন) দামে কোনও নড়চড় হয়নি। বর্তমানে সিলিন্ডার প্রতি যার দাম ১,০৭৯ টাকা ৷
আরও পড়ুন- Mahua Moitra's dance: 'সোহাগ চাঁদ...', পঞ্চমীতে 'পাড়ার মেয়ে' মহুয়া
রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি (১৪.২ কেজি) দাম ১,০৫৩ টাকা ৷ কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১,০৭৯ টাকা ৷ দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১,০৫২.৫০ টাকা ও চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ১,০৬৮.৫০ টাকা ৷