মহারাষ্ট্র জীবন বিমা কর্পোরেশনে জিএসটির জরিমানা। জিএসটি ও জরিমানা বাবদ তাঁদের ৮০৬ কোটি জরিমানা করেছে মুম্বইয়ের আয়কর দফতর। ২০১৭-১৮ অর্থবর্ষ সংক্রান্ত সমস্যার কারণেই এই নোটিস বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এলআইসির জিএসটির বকেয়া পরিমাণ ৩৬৫.০২ কোটি টাকা। জরিমানা হয়েছে ৪০৪.৭ কোটি টাকা। অতিরিক্ত সুদ ৩৬ কোটি ৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন: বর্ষশেষে ১২৫টি আইটেম একবারে অর্ডার কলকাতার ক্রেতার, সর্বকালীন রেকর্ড জোমাটোতে
এলআইসি জানিয়েছে, এর ফলে সংস্থার আর্থিক কার্যকলাপ ও অন্য কার্যকলাপের উপর কোনও প্রভাব পড়বে না।