গত এক বছরে বিপুল লক্ষ্মীলাভ মেটা কর্ণধার মার্ক জুকেরবার্গের। এই মুহুর্তে বিশ্বের ধনীতমর তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছেন মার্ক।
শেষ ১২ মাসে ১১২.৬ বিলিয়নের মালিক হয়েছেন জুকারবার্গ। ফোর্বস বিলিওনিয়ার ক্রমতালিকা অনুযায়ী জুকেরবার্গের মোট সম্পত্তির পরিমাণ এখন ১৭৭ বিলিয়ন। এত ধনী এর আগে কখনও ছিলেন না মার্ক। মেটার শেয়ারের মূল্যও বেড়েছে প্রায় তিনগুণ।
Ankush-Oindrila: মির্জার প্রচারে বাল্যবন্ধুর মিষ্টির দোকানে অঙ্কুশ, রাবড়ি খাওয়ালেন ঐন্দ্রিলাকে
এই বিপুল পরিমাণ সম্পত্তি বাড়ায় ধনীদের ক্রমতালিকায় ১২ ধাপ উঠে এসেছেন তিনি। ২০২১ সালে মেটার স্টক বড়সড় ধাক্কার মুখে পড়ে। তারপর বহু কর্মীকে ছাঁটাই করেন জুকেরবার্গ।
মাসখানেক আগে অবশ্য ফেসবুক, ইন্সটাগ্রাম ক্র্যাশ করায় বড় ক্ষতির মুখে পড়েছিলেন জুকেরবার্গ। তবে খুব শিগগির সেই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠেছেন মার্ক।