নয়ডার একটি বিবাহ অনুষ্ঠানে উপহারের বহর দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কনেপক্ষের তরফে বিপুল উপহার তুলে দেওয়া হচ্ছে পাত্রপক্ষের হাতে। মেয়ের বাড়ির একজন রীতিমতো ফর্দ পড়ার মতো করে উপহারের ফিরিস্তি দিচ্ছেন।
কী রয়েছে সেই উপহারের তালিকায়? আছে মার্সিডিজ ই-ক্লাস, টয়োটা ফরচুনার। তার সঙ্গে আছে ৭ কেজি রুপো এবং ১.২৫ কেজি সোনা। এছাড়াও আরও অনেককিছু।
সবমিলিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের উপহার তুলে দেওয়া হয়েছে বরপক্ষের হাতে। তবে নেটিজেনদের একাংশ যেমন এতে আপ্লুত, অন্য একটি অংশের মতে, বিত্তের এমন সোচ্চার প্রদর্শন রীতিমতো অস্বস্তিকর।