ভারতে তৈরি মোবাইলের চাহিদা ও ব্যবসা বাড়ছে ঝড়ের গতিতে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন বা ভারতীয় চলভাষ এবং বৈদ্যুতিন সংগঠনের পক্ষ থেকে করা একটি সমীক্ষায় জানা যাচ্ছে, ২০২৪ আর্থিকবর্ষে ভারতে তৈরি মোবাইল ও তার যন্ত্রাংশের রপ্তানি এবং ঘরোয়া বাজারের ব্যবসা স্পর্শ করেছে ৪.১ লক্ষ কোটি টাকার বিশাল অঙ্ক। যা গত আর্থিক বর্ষের থেকে ১৭ শতাংশ বেশি!
মোবাইলের যন্ত্রাংশের ব্যবসায় তালিকার শীর্ষে রয়েছে অ্যাপল। ২০২৪ আর্থিকবর্ষে এই সংস্থাটির ভারতে ব্যবসার পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ১.২ লক্ষ কোটি টাকার অঙ্ক। গত বছর ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ছিল ৯০ হাজার কোটি টাকা। অর্থাৎ, এক বছরের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ!
এছাড়া, ভারতের ঘরোয়া বাজারে ২০২৩ আর্থিক বর্ষে মোবাইল প্রস্তুতকারক সংস্থার ২.৬ লক্ষ কোটি টাকার বিপুল ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি আর্থিক বর্ষে দাঁড়াল ২.৯ লক্ষ কোটি টাকায়।