স্টিয়ারিং ধরলেন দিল্লি। আর গাড়ি চলল সুইডেনের রাস্তায়। শনিবার ভারতে ফাইভ জি পরিষেবা চালুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তামাম দুনিয়াকে চমকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে ফাইভ জি পরিষেবা চালু করেন তিনি। এরপর মেলায় ঘুরতে ঘুরতে হাজির হন সুইডিস এক মোবাইল প্রস্তুতকারী সংস্থার স্টলে। সেখানে বসেই ফাইভ জি মহিমা পরখ করলেন তিনি।
ওই স্টলেই রাখা ছিল এমন কিছু গাড়ি, যা ভারতে বসে সুইডেনের রাস্তায় টেস্ট ড্রাইভ দেওয়া যাবে। মূলত ফাইভ জি পরিষেবার মাধ্যমে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা হয়। তেমনই এক গাড়িতে বসে টেস্ট ড্রাইভ দিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও পোস্ট করা হয়েছে দেশের সরকার নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যমের টুইটার হ্য়ান্ডেলে। এমনকী তাঁর মন্ত্রিসভা বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও সেই ছবি শেয়ার করেছেন।
এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্ত মেলা ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস। সেই মেলা থেকেই এদিন ভারতে ফাইভ জি পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে পঞ্চম প্রজন্মের ওই মোবাইল সংযোগ পরিষেবা। ১৯৮০ সালে ভারতে চালু হয়েছিল ওয়ান জি পরিষেবা।