এবার দুবাইয়ে প্রাসাদোপম এক বাড়ি কিনে ফেললেন দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। সেখানকার পাম জুমেইরাহ দ্বীপে আনুমানিক ১,৩৪৯.৬০ কোটি টাকায় এক বিশাল প্রাসাদ কিনেছেন রিলায়্যান্স কর্ণধার।
ব্লুমবার্গ সূত্রে খবর, কুয়েতের পুঁজিপতি মোহাম্মদ আলশায়ারের থেকে ওই প্রাসাদোপম বাড়িটি কেনেন মুকেশ। চলতি বছরই দুবাইতে ছেলে অনন্তর জন্য প্রায় ৭০০ কোটির একটি বাড়ি কেনেন মুকেশ। সেই বাড়ি থেকেই কিছুটা দূরে আম্বানির এই নয়া প্রাসাদ। এই বিলাসবহুল এই প্রাসাদে রয়েছে একটি ব্যক্তিগত স্পা,ইনডোর-আউটডোর পুল এবং দশটি বেডরুম।
আরও পড়ুন- Gold Price Today : ফের বুধে দাম বাড়ল সোনার, ধনতেরাসের আগে কত হল হলুদ ধাতুর দর ?