ফের খুনের হুমকি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ই মেলে হুমকি দিয়ে তাঁর কাছে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইমেলে লেখা ছিল, "২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার আছে।" ঘটনার পরই আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ করেন। ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, ২৭ অক্টোবর শাদাব খান নামে এক ব্যক্তি এই হুমকি দেয়। হুমকির নেপথ্যে বড় কোনও গ্যাং আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগেও আম্বানির বাড়ি অ্যান্টিলিয়াকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি আসে। সেই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। পরে বিহার থেকে গ্রেফতার করা হয় একজনকে।