বিলিয়নিয়ার মুকেশ আম্বানি (Mukesh Ambani) টানা দ্বিতীয় বছরের জন্য তাঁর রিলায়েন্স গোষ্ঠীর মুখ্য সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে কোনও বেতন নেননি।
উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বের অন্য দেশগুলির পাশাপাশি ভারতেও করোনার প্রকোপ শুরু হয়েছিল। তার জেরে দেশে দীর্ঘ দিন লকডাউন হয়। অর্থনীতির যথেষ্ট ক্ষতি হয়। সেই পরিস্থিতিতে সে বছর প্রথম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ঘোষণা করেন আগামী এক বছর অর্থাৎ ২০২০ — ২১ অর্থবর্ষে তিনি সংস্থা থেকে তাঁর প্রাপ্য বেতন নেবেন না।
করোনার ফলে যে ক্ষতি হয়েছে তা থেকে এখনও দেশের অর্থনীতির পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তাই মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে, পরবর্তী আর্থিক বছর অর্থাৎ ২০২১-২২ সালেও তিনি তাঁর প্রাপ্য বেতন নেবেন না।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২০ — ২১ অর্থবর্ষে বেতন না নিয়েও মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের রিপোর্ট অনুসারে তাঁর মোট সম্পদের পরিমাণ ৬.২ বিলিয়ন আমেরিকান ডলার থেকে বেড়ে ৮৩.২ বিলিয়ন আমেরিকান ডলার হয়েছে। উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে মুকেশ আম্বানির ৪৯.১৪ শতাংশ শেয়ার রয়েছে।