করোনা (Covid) অতিমারির পর বিশ্বের একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। টুইটার (Twitter), গুগল (Google), মাইক্রোসফটের (Microsoft) পর এবার ভারতীয় কর্পোরেট দুনিয়াতেও কর্মী ছাঁটাই। ইন্টারনাল টেস্ট বা অন্তর্বর্তী পরীক্ষায় কম নম্বর পাওয়ার দরুন তথ্যপ্রযুক্তি ক্ষেত্র উইপ্রো (Wipro) থেকে ছাঁটাই করা হল ৪৫২ জন নতুন কর্মীকে।
তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো পারফরম্যান্স যাচাই করার জন্য ইন্টারনাল একটি পরীক্ষার ব্যবস্থা করেছিল। সেই পরীক্ষায় যেসব কর্মীদের স্কোর সর্বনিম্ন তাঁদের বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৮০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে।
যদিও এক জাতীয় সংবাদমাধ্যমকে উইপ্রো জানিয়েছে, কর্মীদের ট্রেনিং দেওয়ার পরেও বারবার খারাপ পারফরম্যান্সের কারণে ৪৫২ জন নতুন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
আরও পড়ুন- বিশ্বজুড়ে আর্থিক মন্দা, গণছাঁটাই সুইগি এবং টুইটারেও
সংবাদমাধ্যমের আরও দাবি, ছাঁটাই করা কর্মীদের ট্রেনিং বাবদ ৭৫ হাজার টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছিল সংস্থা। পরে অবশ্য তা দিতে হবে না বলেই জানিয়েছে উইপ্রো।