Tata Trusts: টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা, কী কী দায়িত্ব সামলেছেন তিনি? জানুন

Updated : Oct 11, 2024 20:31
|
Editorji News Desk

টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। তিনি রতন টাটার সৎ ভাই। শুক্রবার একটি বৈঠক হয়। সেই বৈঠকেই নোয়েল টাটা-কে পরবর্তী চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়। ফলে তাঁর হাতেই এখন টাটা গ্রুপের ৩০ লাখ কোটির সম্পত্তির দায়িত্ব। 

বুধবার বিকালে প্রয়াত হন রতন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল বলে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে এবার টাটা গ্রুপের দায়িত্বে কে? সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে মুম্বইয়ে বৈঠকে বসে রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্ট । তারপরই চেয়ারম্যান হিসেবে নোয়েল টাটার নাম ঘোষণা করা হয়। 

কে নোয়েল টাটা? 
২০০০ সালের শুরু থেকেই টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন নোয়েল টাটা। টাটা স্টিল এবং টাইটানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর মায়ের নাম সিমোন টাটা। যিনি রতন টাটার সৎ মা। সিমোন টাটা বর্তমানে ট্রেন্টের চেয়ারনম্যান পদে রয়েছেন। এছাড়াও ভোল্টাজ, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন  এবং টাটা ইন্টারন্যাশনালের দায়িত্বেও রয়েছেন সিমোন।

নোয়েল টাটার পড়াশোনা বিদেশেই। লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর সেখানকার অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল এগজিকিউটিভ প্রোগ্রাম-এর একটি কোর্স করেন। তারপর টাটা টাইটান এবং টাটা স্টিলের দায়িত্ব নেন। 

শুধু ওই দুটি সংস্থা নয় এছাড়াও নোয়েলের মুকুটে রয়েছে একাধিক পালক। টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং পদের ডিরেক্টরের পদের দায়িত্বেও সামলেছেন নোয়েল। তাঁর নেতৃত্বে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত টাটা ইন্টারন্যাশনালের লভ্যাংশ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, অন্যদিকে টাটার খুচরো বিপনন সংস্থা ট্রেন্টের ব্যবস্থা ১৯৯৮ সালে ৭০০টি স্টোর খোলা সম্ভব হয়েছিল নোয়েল টাটার নেতৃত্বে।

Tata

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই