এবার সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে(PF Fund) বিনিয়োগেও রাশ টানতে চায় কেন্দ্র। কেন্দ্রের(Central Govt. on PF Fund) তরফে এবার এক আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের উর্দ্ধসীমাও বেঁধে দেওয়া হল। জানা গিয়েছে, এবার থেকে বছরে ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা যাবে না প্রভিডেন্ট ফান্ডে। ৬৩ বছর আগেকার আর্থিক বিধিতে কিছুটা পরিবর্তন এনে এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দফতর।
এতদিন পর্যন্ত প্রতি মাসে সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম ৬ শতাংশ জিপিএফে(Provident Fund New Rule) জমা হত। সেই নিয়মে সরকারি কর্মীরা তাঁদের বেতনের এক শতাংশ সঞ্চয় করতে পারতেন জিপিএফে। কিন্তু নতুন এই নিয়মে কেন্দ্রীয় সরকার জিপিএফে(GPF New Rule) সঞ্চয়ের সীমা বেঁধে দিল। কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকারও(West Bengal Govt on PF Fund) কিছুদিন আগেই কর্মিদের এই নির্দেশ পালনের কথা জানিয়ে দিয়েছে।
এই জিপিএফের(PF New Rule) সঞ্চয়েই সরকারি কর্মীরা অবসর জীবন কাটান। তিন মাস অন্তর জিপিএফে সঞ্চিত অর্থের সুদের হার পরিবর্তন হয়। বর্তমানে সেই সুদের হার বেড়ে হয়েছে ৭.১ শতাংশ।