UPI এর সুবাদে আজকাল ক্যাশলেস হয়েছে সকলেই। কাছে নগদ না থাকলেও শপিং মল থেকে চায়ের দোকান, বাজার থেকে সেলুন সবখানেই পেমেন্ট করা যায়। এবার আর্থিক ব্যবস্থায় আরও বদল আনার পরিকল্পনা RBI-এর। শোনা যাচ্ছে খুব শিগগিরিই UPI এর মাধ্যমে টাকা জমা দেওয়াও যাবে ব্যাঙ্কে।
West Bengal Weather Update: দুপুরে চলবে তাপপ্রবাহ, সন্ধের পর নামতে পারে স্বস্তির বৃষ্টি
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, এতদিন অবধি ডেবিট কার্ডের মাধ্যমে কেবল টাকা জমা দেওয়া যেত। কিন্তু এবার থেকে , ব্যাঙ্কের উপরে চাপ কমাতে এবং গ্রাহকদের সুবিধার্থে UPI এর মাধ্যমেও করা যাবে ডিপোজিট।