এবার অনলাইনে লেনদেনে জুড়ছে বাড়তি চার্জ। UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে ওয়ালেট বা কার্ডের মতো প্রিপেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের ১.১% ইন্টারচেঞ্জ ফি নেওয়া হবে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছে। UPI-এর নিয়ন্ত্রক সংস্থা, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, অনলাইন মার্চেন্ট, বড় মার্চেন্ট এবং ছোট অফলাইন ব্যবসায়ীদের ২,০০০ টাকার উপরে লেনদেনের উপর ১.১% ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হবে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) জানিয়েছে যে এটি ৩০ সেপ্টেম্বর ২০২৩ বা তার আগে পর্যালোচনা করা হবে।
ব্যাঙ্ক এবং প্রিপেইড ওয়ালেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে লেনদেনে অবশ্য এই ফি প্রযোজ্য নয়।