ওপ্পো কে১০ (Oppo K10) ফোন লঞ্চ করল ভারতে । একই সঙ্গে ওপ্পো এনকো ইয়ার টু ইয়ারবাডস লঞ্চ করা হয়েছে । ওপ্পোর কে সিরিজের (Oppo K Series) এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর । অন্যদিকে, ওপ্পো এনকো ইয়ার টু-এর আকর্ষণীয় ফিচার ১৩.৪ এমএম ড্রাইভারস ।
ভারতে ওপ্পোর এই ফোন ও ইয়ারবাডসের দাম কত ?
৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯০ টাকা । অন্যদিকে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯০ টাকা । ব্ল্যাক কার্বন এবং ব্লু ফ্লেম- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১০ ফোন । ২৯ মার্চ থেকে ফ্লিপকার্ট ও ওপ্পোর ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা ।
ভারতে ওপ্পো এনকো এয়ার টু-এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৪৯৯ টাকা । ২৯ মার্চ থেকে ফ্লিপকার্ট ও ওপ্পোর ওয়েবসাইট থেকে ইয়ারফোন পাওয়া যাবে ।
ওপ্পো কে১০-এর স্পেসিফিকেশন
এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে । সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ । ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ । স্টিরিয়ো স্পিকারও রয়েছে ।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনে । সেখানে মূল ক্যামেরাটা ৫০ মেগাপিক্সেলের । একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে । সেইসঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে । এছাড়াও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ।
ওপ্পো কে১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের সুপার চার্জিংয়ের ফিচার রয়েছে । ধুলো-ময়লা এবং জল থেকে বাঁচানোর জন্য ফোনটি IP54 রেটিংযুক্ত।
ওপ্পো এনকো এয়ার ২-এর স্পেসিফিকেশন
ওপ্পো এনকো এয়ার ২ এয়ারবাডসগুলিতে ১৩.৪ এমএম কম্পোজিট টাইটানাইজড ডায়াফ্রাম ড্রাইভার রয়েছে । যা ২০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ পর্যন্ত নিতে পারে ।
প্রতিটি ইয়ারবাডস ২৭ এমএএইচ ব্যাটারির । চার ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকে । চার্জিং কেসটিতে একটি ৪৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে । ওপ্পো জানিয়েছে, মোট ৫বার চার্জ দেওয়া যেতে পারে । এছাড়া, এই ইয়ারবাডসে IPX4 রেটিং রয়েছে ।