ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্যান কার্ডকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র সরকার। ২০২৩ সালের বাজেটে প্যান-কে(Permanent Account Number) ব্যবসায়িক চিহ্নিতকরণের একমাত্র উপায়(Single Business Identification) হিসাবে চিহ্নিত করার পথে যেতে চান তাঁরা। এর জন্য আইনি ও ব্যবহারিক পরিকাঠামো তৈরি করা হতে পারে বলেও খবর।
জানা গিয়েছে, নতুন আর্থিক বছর শুরুর পর সমস্ত ব্যবসার অনুমোদনের ক্ষেত্রে এই নয়া নিয়ম কার্যকর হবে। ব্যবসা করতে গেলে একাধিক পরিচয়পত্র বা নথির প্রয়োজন পড়ে, অনেক সময়ই তা যোগাড় করতে হিমশিম খান বহু ছোট ব্যবসায়ী(Small Scale Industries)। এবার সেই সমস্ত নথিকে এক সূত্রে বাঁধবে প্য়ান কার্ড। এর ফলে প্রকল্প সংক্রান্ত অনুমোদন ও ছাড়পত্রের জন্য ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেমের(Single Business Identification) বিভিন্ন ফর্ম পূরণের ঝামেলা থেকে রেহাই পাবেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে প্যান কার্ডের মাধ্যমেই যাবতীয় তথ্য সংগ্রহ করবে আয়কর দফতর(Income Tax Department)।
আরও পড়ুন- West Bengal weather update: আকাশ মেঘলা, বাড়ল তাপমাত্রা! মকর সংক্রান্তিতেও থাকবে না ঠান্ডা