চাকুরীজীবীদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একমাত্র ভরসা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO। কর্মীদের সারা জীবনের বেতনের একটা অংশ জমা হয় পি এফ অ্যাকাউন্টে। অবসরের পর এই টাকা তোলা যায়। তবে, খুব প্রয়োজন হলে পিএফের টাকাও তোলা সম্ভব।
কী ভাবে তুলবেন টাকা?
EPFO পোর্টাল UAN ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে 'অনলাইন সার্ভিসেস' অপশন হয়ে 'ক্লেম' সেকশনে যেতে হবে। এর পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে চেকের একটি স্ক্যান কপি বা পাসবুকের স্ক্যান কপি আপলোড করতে হবে। এর পর আপনি কী কারণে অগ্রিম টাকা তুলতে চান, তার তথ্য দিয়ে দিন। শেষ ধাপে আধার ভিত্তিক OTP সাবমিট করে তিনদিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
আরও পড়ুন - ভোটের বাজারে ধরা ছোঁয়ার বাইরে সোনা-রুপো, সোমবার কত দর উঠল?
এক্ষেত্রে মনে রাখতে হবে, পিএফ অ্যাকাউন্ট ফাঁকা করে সব টাকা তুলে ফেলা যায় না। একবারই টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে সর্বাধিক ১ লক্ষ টাকা তোলা সম্ভব হয়।