উধাও কেবলের জনপ্রিয় পে চ্যানেলগুলি। ধারাবাহিক সিরিয়াল, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, বিদেশি ফুটবল লিগ সব বন্ধ। শুধু কলকাতা বা রাজ্য নয়। দেশের বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে না পে চ্যানেল। দর্শকরা কেবল অপারেটরদের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, চ্যানেল সংস্থাগুলির সঙ্গে MSO-দের চুক্তি নিয়ে বিরোধ। তার জেরেই বন্ধ হয়ে গিয়েছে পে চ্যানেল গুলি।
সংশ্লিষ্ট সূত্রে খবর, এ মাস থেকেই TRAI নতুন মাসুল নীতি কার্যকর করার পর অধিকাংশ চ্যানেল সংস্থা এমএসও-দের নতুন চুক্তি করতে বলেছিল। কিছু এমএসও সেই পথে হাঁটলেও অনেকেই গ্রাহক স্বার্থে এতদিন চুক্তি করেননি। বিষয়টি ফের আদালতে গড়িয়েছে। TRAI এখনও এই নিয়ে কিছু জানায়নি। ডিটিএইচে পরিষেবা স্বাভাবিক আছে।
আরও পড়ুন - ভারতের টুইটারের অফিসে তালা, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ মাস্কের