অস্বস্তি বেড়েই চলেছে পেটিএমের। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট PMLA-এর অধীনে Paytm পেমেন্ট ব্যাঙ্ককে ৫.৪৯ কোটি টাকা জরিমানা করল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- ভারত PMLA আইন ২০২২-এর অধীনে এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপর গত ৩১ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চের পর পেটিএম ব্যাঙ্কে আর কোনও লেনদেন করা যাবে না। এর আগে আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম ওয়ালেটে বা পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে না। পরে এই সময়সীমা বাড়িয়ে করা হয় ১৫ মার্চ।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে অংশীদার ব্যাঙ্কগুলির সুদ, ক্যাশব্যাক, সুইপ-ইন এবং রিফান্ডের টাকা আসতে পারে। আর অন্য কোনও টাকা এরপরে আর ক্রেডিট হবে না বলেই জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াI