২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। এমনই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নির্দেশের পরই পেটিএমের শেয়ারে ধাক্কা। বৃহস্পতিবার বাজেটের দিন পেটিএমের শেয়ার দর ২০ শতাংশ কমেছে। বুধবার পেটিএমের প্রত্যেক শেয়ারের দাম ছিল ৭৬১ টাকা। বৃহস্পতিবার তা কমে দাঁড়ায় ৬০৯ টাকা।
পেটিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের ফলে পেটিএম অ্যাকাউন্টে বা ওয়ালেটে থাকা টাকার উপর কোনও প্রভাব পড়বে না। ২৯ ফেব্রুয়ারির পরেও ওই টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পেটিএম বারবার নিয়ম লঙ্ঘন করেছে। তত্ত্বাবধানের অভাবেই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।