শনিবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol and Diesel price hike)। গত পাঁচদিনে এই নিয়ে চতুর্থবার। প্রতি লিটারে ৮০ পয়সা করে বৃদ্ধি পেল এই দুই জ্বালানির (Petrol and Diesel price hike) দাম। দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের (Petrol price hike) দাম বেড়ে হল ৯৮ টাকা ৬১ পয়সা। এর আগে যে দাম ছিল ৯৭ টাকা ৮১ পয়সা। অন্যদিকে, ৮৯ টাকা ৭ পয়সা থেকে বেড়ে গিয়ে ডিজেলের দাম (Diesel price hike) পৌঁছে গেল ৮৯ টাকা ৮৭ পয়সায়।
আরও পড়ুন: বগটুই কাণ্ডে অমিত শাহের মন্তব্য নিয়ে সুদীপের 'অসত্য' ভাষণ ওড়ালেন সুকান্ত মজুমদার
গত নভেম্বর মাস থেকে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol and Diesel price hike) বাড়েনি। ২২ মার্চ থেকে যে মূল্য বৃদ্ধি (Petrol and Diesel hike) শুরু হয়েছে, তা লিটার প্রতি ৮০ পয়সাতেই হচ্ছে। ২০১৭ সালের জুন মাস থেকে জ্বালানির দৈনিক মূল্য নির্ধারণ শুরু হওয়ার পর যে অঙ্কটি সর্বাধিক।
মাত্র ৫ দিনেই প্রতি লিটারে মোট ৩ টাকা ২০ পয়সা করে বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel price hike) মূল্য। যার নেপথ্যের কারণ হিসাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দামের বিপুল বৃদ্ধিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।