লোকসভা ভোট মিটতেই ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম । তবে, একমাত্র রাজ্যজুড়েই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে । দেশের বেশিরভাগ অংশে পেট্রল-ডিজেলের দর অপরিবর্তিতই রয়েছে । জানা গিয়েছে, পেট্রল ও ডিজেল প্রতি লিটারে প্রায় ১ টাকা করে বৃদ্ধি পেয়েছে ।
কলকাতায় পেট্রল প্রতি লিটারে ১.০১ টাকা বেড়েছে । নতুন দর হয়েছে ১০৪.৯৫ টাকা । ডিজেল প্রতি লিটারে ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা। কী কারণে রাজ্যজুড়ে এভাবে জ্বালির দাম বাড়ল ? ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে ।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের । ভোট মিটতেই ফের জ্বালানির দর ঊর্ধ্বমুখী । কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের ।