সোমবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel price hike) । কলকাতায় পেট্রলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪২ পয়সা । প্রতি লিটারে ৪০ পয়সা বেড়ে ডিজেলের দাম প্রায় ১০০ ছুঁইছুঁই ।
কলকাতায় পেট্রলের (Kolkata Petrol Price) নতুন দাম হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা । ডিজেলের (Diesel Price) দাম ৯৮ টাকা ২২ পয়সা । ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির । হিসেব বলছে, ১৪ দিনে পেট্রলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮ টাকা ৭৮ পয়সা । একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা ।
আরও পড়ুন, Market Price Increases : অগ্নিমূল্য জ্বালানি, দাম বেড়েছে চাল-তেল, মাছ-মাংসের, জেনে নিন বাজারদর
শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লি (Delhi), মুম্বইতেও (Mumbai) একই অবস্থা । দিল্লিতে প্রতি লিটারে ৪০ পয়সা করে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম । রাজধানীতে এখন পেট্রলের নতুন দাম হয়েছে ১০৩ টাকা ৮১ পয়সা । ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ৭ পয়সা । অন্যদিকে, মুম্বইয়ে পেট্রলের দাম লিটার প্রতি ৮৪ পয়সা বেড়ে হয়েছে ১১৮ টাকা ৮৩ পয়সা । প্রতি লিটারে ৪৩ পয়সা বেড়েছে ডিজেলের দাম । মুম্বইয়ে ডিজেলের নতুন দাম ১০৩ টাকা ৭ পয়সা ।
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে অগ্নিমূল্য হচ্ছে বাজার দর । কলকাতায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে । এই তালিকায় রয়েছে চাল, তেল ইত্যাদি । দাম বেড়েছে মাছ-মাংসেরও । এইভাবে দাম বাড়তে থাকলে সংসার কীভাবে চলবে ? সেই চিন্তায় ঘুম উড়ছে মধ্যবিত্তদের ।