জনসাধারণের জন্য স্বস্তির খবর। চলতি বছর লোকসভা নির্বাচনের আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। ফেব্রুয়ারিতেই পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা কমতে পারে।
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম কমার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি।
Mumbai Metro: মাঝ পথে মেট্রো খারাপ! লাইন দিয়ে হাঁটতে হল যাত্রীদের
প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বিচার করে পেট্রোল-ডিজেল-এলপিজি গ্যাসের দাম কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের এপ্রিল মাস থেকেই পেট্রোল-ডিজেলের দামে খুব একটা পরিবর্তন আসেনি। ১০০ টাকার উপরে রয়েছে পেট্রোলের দাম।
ভোটের আগে তেলের দাম কমানোর সিদ্ধান্তের প্রভাব ব্যালট বাক্সেও পড়বে বলেই অনুমান ওয়াকিবহল মহলের।